প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০২৩

আজকের এই দিনে

আজ ৪ ডিসেম্বর সোমবার, এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবন প্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা।

আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিডিপিয়া থেকে।

১১৫৪ সালের এই দিনে ৪র্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনিই একমাত্র ইংরেজ যিনি পোপ পদে অধিষ্ট হয়েছেন।

১৫৩৪ সালের এই দিনে তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।

১৬৪৪ সালের এই দিনে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৭৯১ সালের এই দিনে বিশ্বের সবচেয়ে ব্রিটেনে দি অবজারভার পত্রিকা প্রকাশিত হয়।

১৭৯৮ সালের এই দিনে ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।

১৮২১ সালের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশিত হয়।

১৮২৯ সালের এই দিনে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।

১৮৩৩ সালের এই দিনে আমেরিকায় দাসপ্রথাবিরোধী সংগঠন গড়ে ওঠে।

১৮৯৯ সালের এই দিনে প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয়।

১৯২৪ সালের এই দিনে মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।

১৯৫৩ সালের এই দিনে শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close