প্রতিদিনের সংবাদ ডেস্ক
আজকের এই দিনে
আজ ১ ডিসেম্বর, শুক্রবার। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবলস্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা।
আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। এসব তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
৬৩১ সালের এই দিনে হজরত মুহাম্মদ (সা.)-এর তাবুক অভিযান শুরু হয়।
১৪২০ সালের এই দিনে ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।
১৬২৬ সালের এই দিনে জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৬৪০ সালের এই দিনে স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
১৭৬৮ সালের এই দিনে দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।
১৮২১ সালের এই দিনে স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৪ সালের এই দিনে কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
১৮৩৫ সালের এই দিনে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।
১৮৫২ সালের এই দিনে নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কোম্পানি চালু হয়।
পিডিএস/মীর