দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২২

দুর্গাপুর মুক্ত দিবস পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে এক বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপপরিদর্শক মো. সাদেক প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করেন। তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্গাপুর,নেত্রকোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close