reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২৩

ব্যারিস্টার মইনুলের মৃত্যু

দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তার সম্মানে আজ বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হবে।

রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সাজু হোসেন দৈনিক দি নিউ নেশনের চেয়ারপারসন।

সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পিএস ওয়াহিদুজ্জামান। তিনি জানান, ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম নামাজে জানাজা বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সুপ্রিম কোট প্রাঙ্গণে আরেকটি নামাজে জানাজা হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট,বিচারকাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close