৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়
২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের শুনানি করেন নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী। সঙ্গে ছিলেন তার ছোট ভাই ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
এ বিষয়ে আপিল আবেদন করা হবে কি না, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেবে। রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পিডিএস/মীর