reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৪

মোদির শপথ আজ, প্রস্তুত নয়াদিল্লি

নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার শপথ অনুষ্ঠান হবে। একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি ভবনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’

শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের রাষ্ট্র নেতারা। অন্যরা হলেন—শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এছাড়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৮ হাজারের বেশি বিশিষ্টজনকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরেন্দ্র মোদি,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close