reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০২৪

কুয়েতে ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ

ছবি : সংগৃহীত

কুয়েতে ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সাথে জড়িত অন্যান্য সরঞ্জাম।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাম্যাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ব্লগ পোস্টে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটারের ২৩ হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পায়।

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজম জলের পবিত্র তাৎপর্যের। বিশেষ করে হজের মৌসুমে এটি সারাবিশ্বের মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রশাসন। এ অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জমজমের পানি,নকল,কুয়েত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close