reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আইসিজের রায়ের অপেক্ষা

গাজার রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আজ শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার আইসিজে এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে এই আবেদন করে দক্ষিণ আফ্রিকা।

এর আগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। সেই মামলার অংশ হিসেবেই পরে রাফায় অভিযান বন্ধে এই জরুরি ব্যবস্থা চেয়েছে দেশটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিজে,ইসরায়েল,রাফা অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close