reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২৪

জেলেনস্কির বিদেশ সফর স্থগিত

রুশ বাহিনীর তীব্র হামলার মুখে খারকিভের সীমান্ত এলাকার কয়েকটি গ্রাম থেকে সেনাসদস্যদের সরিয়ে নিয়েছে ইউক্রেন। এরই মধ্যে খারকিভ অঞ্চলের আরো দুটি গ্রাম নিয়ন্ত্রণও নিয়েছে রাশিয়া।

এমন অবস্থায় নিজের সব বিদেশ সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স ও এএফপির।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোয় আন্তর্জাতিক যে সফর রয়েছে, তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। তিনি দেশেই থাকবেন। কারণ খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। এসব সফরের দিন-তারিখ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে বলে বিবৃতিতে বলা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলেনস্কি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close