reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০২৪

পরবর্তী মহামারি হতে পারে ফ্লু ভাইরাসে, বলছে গবেষণা

মহামারির প্রাদুর্ভাব ফের দেখা দিতে পারে অদূর ভবিষ্যতে। আর এ মহামারি আসবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। বিজ্ঞানীরা এই সতর্কবার্তা দিয়েছেন। একটি আন্তর্জাতিক গবেষণাপত্র আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

প্রকাশিতব্য ওই গবেষণাপত্রে বলা হয়, ৫৭ শতাংশ জ্যেষ্ঠ রোগ বিশেষজ্ঞ মনে করেন, ফ্লু ভাইরাসের একটি স্ট্রেইন পরবর্তী প্রাদুর্ভাবের কারণ হতে পারে। শনিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এই গবেষণা চালিয়েছেন কোলোগনে ইউনিভার্সিটির জন সালমানাতোন-গার্সিয়া। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মহামারি হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দীর্ঘমেয়াদি গবেষণার ওপর ভিত্তি করে দেখা যায়, এটি ক্রমাগত বিকশিত ও পরিবর্তিত হচ্ছে।

গার্সিয়া আরো বলেন, প্রতি শীতেই ইনফ্লুয়েঞ্জা ফিরে আসে। এটাকে ছোটখাটো একটি মহামারি বলা যেতে পারে। এই ভাইরাসের ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, প্রতি মৌসুমেই নতুন স্ট্রেইনে হাজির হয় এটি। এর জন্য এটি নির্মূল সম্ভব নয়।

এই গবেষণার তথ্য নেওয়া হয়েছে ১৮৭ জ্যৈষ্ঠ বিজ্ঞানীর কাছ থেকে। আগামী সপ্তাহে বার্সোলনায় অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান সোসাইটি অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন ডিজিসেস সম্মেলনে এটি প্রকাশিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহামারি,গবেষণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close