reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে অস্ত্র কারখানায় আগুন

ছবি : আরটি ডটকমের সৌজন্যে

যুক্তরাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে পেনসিলভানিয়ার স্ক্রানটনে ইউএস আর্মি ফ্যাক্টরিতে আগুন লাগে। এখানে আর্টিলারি গোলাবারুদ তৈরি করা হয়।

আরটি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৩টার কিছু আগে স্ক্রানটন আর্মি অ্যাম্যুনিশন প্ল্যান্টে কালো ধোঁয়া ছড়াতে শুরু করে। স্থানীয় জরুরি পরিষেবাগুলোকে আগুন নেভানোর জন্য তলব করা হয়।

তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, জয়েন্ট মিনিশনস কমান্ড (জেএমসি) সুবিধাটি মার্কিন সেনাবাহিনীর মালিকানাধীন। তবে এটি জেনারেল ডায়নামিক্স-অর্ডন্যান্স এবং কৌশলগত সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এখানে ১৫৫ মিমি এবং ১০৫ মিমি আর্টিলারি প্রজেক্টাইল, ১২০ মিমি মর্টার রাউন্ড, ২০৩ মিমি নেভাল শেল, সেই সাথে বিভিন্ন ধরনের ধোঁয়া, আলোকসজ্জা এবং ইনসেনডিয়ারি রাউন্ড তৈরি করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close