reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২৪

কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪

ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) অঞ্চলটির প্রধান শহর শ্রীনগরের কাছে ঝিলম নদীতে একদল যাত্রীকে নিয়ে নৌকাটি ডুবে যায়।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, নৌকা বোঝাই যাত্রীদের অধিকাংশই ছিল শিশু। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে এই অঞ্চলে নদীর পানির স্তর অনেকটাই বেড়েছে।

ভারতে নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। গত বছর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি সমুদ্র সৈকতের কাছে একটি ডাবল ডেকার নৌকা ডুবে যায়। নৌকাটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিল। এ ঘটনায় ২২ জনের প্রাণহানি হয়।

২০১৮ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যের গোদাবরী নদীতে নৌকা ডুবে ৩০ জন নিহত হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌকাডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close