reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

ইলিনয় অঙ্গরাজ্যে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটযু্দ্ধের (প্রাইমারি) আগেই ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছে আদালত। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) বিদ্রোহে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতিবাচক ভূমিকার জন্য স্থানীয় সময় গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই রুল দিয়েছেন ইলিনয় অঙ্গরাজ্যের এক বিচারক। খবর রয়টার্স।

ইলিনয়ের কুক কাউন্টি সার্কিট বিচারক ট্রেসি পোর্টার তার আদেশের ক্ষেত্রে যুক্তি দিয়েছেন, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর বিদ্রোহবিরোধী ধারা লঙ্ঘনের দায়ে অঙ্গরাজ্যে ১৯ মার্চ অনুষ্ঠেয় প্রাইমারির ব্যালট এবং ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালটে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা উচিত।

তবে আদেশের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানা গেছে। এই বিবেচনায় আদেশ কার্যকরের বিষয়টি বিলম্বিত করেছেন আদালত। ইলিনয়ের এই মামলাসহ অন্যান্য অনুরূপ মামলার চূড়ান্ত ফলাফল সম্ভবত মার্কিন সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। ভোটের ব্যালটে ট্রাম্পের যোগ্যতা-সম্পর্কিত যুক্তি ৪ ফেব্রুয়ারি শুনেছেন মার্কিন সুপ্রিম কোর্ট।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,ইলিনয় অঙ্গরাজ্য,ডোনাল্ড ট্রাম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close