reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

পিএমএল-এন বা পিটিআই কারো সাথেই জোটের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়নি: বিলাওয়াল

ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তার দলের সাথে জোট গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো দলের সাথেই আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তবে বিলাওয়াল মেনে নিয়েছেন, তার দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়।

তার বাবা আসিফ আলি জারদারির সাথে পিএমএল-এনের সভাপতি শেহবাজ শরীফের কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিলাওয়াল বলেন, ‌‘আমি এ বিষয়ক সভার বিষয়ে নিশ্চিত করার মতো কোনো অবস্থানে নেই। যখন পুরোপুরি ফলাফল সামনে আসবে। সে সময়ই আমরা একটা অবস্থায় আসবো।’

এ ছাড়া পিটিআইর কোনো প্রার্থীও তার সাথে এককভাবে যোগাযোগ করেনি বলেও নিশ্চিত করেছেন পিপিপি নেতা বিলাওয়াল। তিনি বলেছেন, ‘আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর কাছাকাছি আছি, তবে তাদের কেউ পিটিআই সমর্থিত স্বতন্ত্র নয়।’

সূত্র: ডন

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনুষ্ঠানিক আলোচনা,পিএমএল-এন বা পিটিআই,বিলাওয়াল ভুট্টো জারদারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close