হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে নেওয়ার জন্য হামাসের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, চুক্তির বিষয়ে আলোচনার জন্য এখনও অবকাশ রয়েছে।
নেতানিয়াহু বলেছেন, গাজায় পুরোপুরি বিজয় সম্ভব এবং সেটা আর কয়েক মাসের মধ্যেই।
এর আগে গাজায় সাড়ে চার মাসের (১৩৫ দিন) যুদ্ধবিরতির প্রস্তাব করেছে হামাস। প্রস্তাবে চুক্তি অনুযায়ী এই সময়ের মধ্যে সমস্ত জিম্মিকে মুক্ত করার প্রস্তাবও করে তারা।
এছাড়াও প্রস্তাব অনুযায়ী এই সময়ের মধ্যে ইসরায়েল গাজা উপত্যকা থেকে তার সৈন্য প্রত্যাহার করা ও যুদ্ধ শেষ করার বিষয় ছিল। তবে নেতানিয়াহু হামাসের প্রস্তাব উড়িয়ে দিলেন।
এদিকে তেল আবিব’র একটি হোটেলে গভীর রাতে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেট বলেছেন, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি কি না তা দেখার জন্য আলোচনার পথ এখনো খোলা আছে। এটাই আমরা করতে চাই।
পিডিএস/এমএইউ