reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

মেক্সিকোতে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্সসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে রাজধানী মেক্সিকো সিটি ও মধ্য মেক্সিকোর অধিকাংশ জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুয়েব্লা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্সে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আপাতদৃষ্টিতে ভূমিকম্পটি খুব একটা শক্তিশালী ছিল না। আমরা শিগগিরই বিস্তারিত তথ্য জানাব।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেক্সিকো,ভূমিকম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close