reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২৩

ইসরাইলিদের ওপর বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পর এবার পশ্চিমতীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মূলত ইসরাইলি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের উদ্দেশে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দি ক্রো ঘোষণা করেছেন, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী হিংসাত্মক ইসরাইলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি ভোগ করতে হবে এবং পশ্চিমতীরে চরমপন্থি বসতি স্থাপনকারীদের বেলজিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আরো বলেন, পশ্চিমতীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভিসা নিষেধাজ্ঞা,ইসরাইল,বেলজিয়াম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close