reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৩

বিশ্বের প্রথম ‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক চুল্লি চালু করল চীন

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রথম পরবর্তী প্রজন্মের গ্যাস-কুলড পারমাণবিক চুল্লি বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পূর্ব শানডং প্রদেশের শিদাও বে প্ল্যান্টটি চাপযুক্ত পানির পরিবর্তে গ্যাস দ্বারা শীতল দুটি উচ্চ তাপমাত্রার রিয়্যাক্টর দ্বারা চালিত, যা এটিকে আরও দক্ষ এবং সাশ্রয়ী করে তুলেছে।

প্রচলিত রিয়্যাক্টরগুলো পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উত্পাদন করে। তবে এই উন্নত মডেলগুলো-ছোট মডুলার রিয়্যাক্টর বা এসএমআর হিসাবে পরিচিত-অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে যার মধ্যে শিল্পের প্রয়োজনের জন্য হিটিং, ডিস্যালিনেশন বা বাষ্প অন্তর্ভুক্ত রয়েছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,পারমাণবিক চুল্লি,চতুর্থ প্রজন্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close