reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৩

রাশিয়া ৪১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে

ছবি : সংগৃহীত

ইউক্রেনের উৎক্ষেপণ করা ৪১টি ড্রোন ভূপাতিত বা গতিরোধ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ভূখণ্ডের আকাশসীমায় ২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আজভ সাগর ও ক্রিমিয়ায় গতিরোধ করা হয়েছে ১৫টি ড্রোনের।

ইউক্রেনীয় ড্রোন হামলায় কোনও ক্ষয়ক্ষতির কথা জানায়নি রুশ মন্ত্রণালয়।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

টানা ২০ মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনের বিশাল ভূখণ্ড দখল করেছে মস্কোর সেনারা। জুন মাসে এসব ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভের সেনারা। যদিও তারা প্রত্যাশিত সাফল্য পায়নি। গত কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা বেড়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেনীয় ড্রোন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close