reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২৩

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ছবি : সংগৃহীত

ভারতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। এতে নিহত হয়েছেন দুই পাইলট। দেশটির হায়দ্রাবাদে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটির তদন্ত শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী।

খবরে বলা হয়েছে, দুই পাইলট বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান নিয়ে টেকঅফ করেন সোমবার সকালে। এরপর তেলাঙ্গানার ডিন্ডিগুলে অবস্থিত বিমানবাহিনীর অ্যাকাডেমির কাছেই সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে একজন ক্যাডেট এবং একজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় দুই জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল পিল্টাস পিসি ৭ এমকে-২ মডেলের।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,বিমানবাহিনী,প্রশিক্ষণ বিমান,এমকে-২ মডেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close