reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০২৩

প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত, পার্লামেন্ট সদস্যসহ নিহত ৪

প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক পার্লামেন্ট সদস্য ও তার তিন সহযোগী নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।

পুলিশ জানিয়েছে, রাজধানী আসুনসিওনের ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে এক এলাকা থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লিখেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে গভীর বেদনা বোধ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি মাঠে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে আগুন জ্বলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থাতেই এটি মাটিতে আছড়ে পড়ে। সূত্র : রয়টার্স।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্যারাগুয়ে,উড়োজাহাজ বিধ্বস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close