অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর, ২০২৩
জাম্বিয়ায় খনি ধ্বস, মাটির নিচে আটকা ৩০ শ্রমিক
জাম্বিয়ার একটি খনিতে ভূমি ধসে অন্তত ৩০ শ্রমিক আটকা পরেছে। সংবাদ সংস্থা এবিসি নিউজ জানায়, শুক্রবার (১ নভেম্বর) জাম্বিয়ার এক মন্ত্রী ধ্বসের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইম্বু সংসদকে বলেছেন, একটি খনিতে ৩০ জনেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আছে।
খনি মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে ধ্বসের স্থানটি পরিদর্শনের পরই তারা মন্তব্য করবে। ভূমি ধ্বসের স্থানটি রাজধানী লুসাকার থকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে চিংগোলা অঞ্চলে।
জাম্বিয়া বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। আর চিঙ্গোলাতে দেশের বেশ কয়েকটি তামার খনি রয়েছে। এই অঞ্চলে বিশ্বের বৃহত্তম ওপেন-কাস্ট তামার খনি এবং ১০০ মিটার উঁচু কিছু বর্জ্য পাহাড় রয়েছে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন