ভয়াবহ বন্যার কবলে কেনিয়া, নিহত শতাধিক
দীর্ঘদিন ধরে চলা খরার পর এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে কেনিয়া। এ ঘটনায় অন্তত ১২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, এল নিনোর আবহাওয়ার কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কেনিয়ায় ১২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ৯০ হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ভয়াবহ এ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ভেসে গেছে। মাঠের পর মাঠ কৃষিজমি তলিয়ে গেছে এবং হাজার হাজার গবাদি পশু ডুবে গেছে।
প্রতিবেশী সোমালিয়ায় বন্যায় অন্তত ৯৬ জন নিহত এবং ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনো আবহাওয়া পরিস্থিতির জন্যই কেনিয়ায় এত বেশি বৃষ্টিপাত হচ্ছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, বন্যাদুর্গতদের সহায়তায় পর্যাপ্ত সহযোগিতা করা হবে।
দেশটির প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, বৃষ্টি-বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন পরিকাঠামো ও সম্পত্তি ধ্বংস হয়েছে। কেনিয়াজুড়ে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রধান জলাধারগুলোর দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। কিয়ামবেরে জলাধারে আর মাত্র এক মিটার পানি বাড়লেই তা উপচে পড়বে।
পিডিএস/এএমকে