reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

নিউমোনিয়া চিকিৎসায় শিশুকে গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

ছবি : সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুর চিকিৎসার অংশ হিসেবে গরম লোহার রড দিয়ে পেটে ৫১ বার সেঁক দেওয়া হয়েছে। এ ঘটনার ১৫ দিন পর শিশুটি মারা গেছে। ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি আদিবাসী অধ্যুষিত এলাকার ঘটনা এটি।

শাহদোলের কালেক্টর বন্দনা বৈধ বলেন, অন্ধবিশ্বাস‌ের কারণে এ ঘটনা ঘটেছে। শিশুটির নিউমোনিয়ার জন্য কোনো চিকিৎসা করা হয়নি। মহিলা ও শিশু উন্নয়ন কর্মীরা হাসপাতালে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে।

বন্দনা বৈধ বলেন, স্থানীয় একটি ডে কেয়ার সেন্টারের কর্মী শিশুটির মাকে এই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন।

জানা যায়, মধ্যপ্রদেশের অনেক আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়ার চিকিৎসায় গরম লোহার রড দিয়ে সেঁক দেওয়ার রীতি প্রচলিত।

যুব কংগ্রেসের সভাপতি ডা. বিক্রান্ত ভুরিয়া বলেন, ‘রড দিয়ে সেঁক দিলে মৃত্যু হতে পারে। এটি ব্যথা কমানোর একটি উপায়, কিন্তু সংক্রমণটি ছাড়িয়ে যেতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে।’

বিজেপির মুখপাত্র ডা. হিতেশ বাজপেয়ী বলেন, ‘এ ধরনের প্রথা এখনো প্রচলিত আছে। আমি এলাকার প্রধান মেডিকেল অফিসারকে থানায় গিয়ে একটি অভিযোগ নথিভুক্ত করার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিকিৎসা,ভারত,শিশু,গরম রডের সেঁক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close