reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

খাদের কিনারায় পাকিস্তানের অর্থনীতি

ফাইল ছবি

পাকিস্তান এমনিতেই ব্যাপক ভাবে আর্থিক সঙ্কটে ভুগছে। সাধারণ মানুষ খাবারের জন্য হাহাকার করছে। এমন অবস্থায় দেশটি এক ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে। নগদ সঙ্কটের মুখে থাকা পাক-রুপির দর মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমেছে।

বুধবার (২৫ জানুয়ারি) পাকিস্তানি রুপি প্রতি ডলারের বিপরীতে ছিল ২৩০ টাকা। পরদিন বৃহস্পতিবার বাজার খোলার কয়েক ঘণ্টার মধ্যেই আরও কমে ২৫৫ টাকা হয়েছে। অর্থাৎ একদিনে ১ ডলারের বিপরীতে প্রায় ২৫ পাকিস্তানি রুপি দর কমেছে। পাক সরকারের পক্ষ থেকে আপাতত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তান বর্তমানে ঋণ খেলাপি পরিস্থিতির মধ্যে এসে পড়েছে। তার জন্য পাকিস্তান ইতোমধ্যেই আইএমএফর সঙ্গে কথাও বলছে। বেশ কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানি রুপির দরপতন ইঙ্গিত দিচ্ছে যে, দেশটি হয়তো শিগগিরই আইএমএফ থেকে ঋণ পাবে।

পাকিস্তান বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আইএমএফ-এর ফান্ড পেতে যে কোনও কঠিন শর্ত মেনে নিতে প্রস্তুত।

পাকিস্তানের রফতানি খাত বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানে কর্মরত বিদেশি শিপিং কোম্পানিগুলো পরিস্থিতি বুঝতে পেরে তাদের পরিসেবা বন্ধ করার কথা ভাবছে। তেমনটা হলে পাকিস্তানের যাবতীয় রফতানি বন্ধ হয়ে যেতে পারে। পাকিস্তান শিপ এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল রউফ অর্থমন্ত্রীকে চিঠি লিখে সতর্ক করে জানিয়েছেন, শিপিং পরিসেবায় কোনও ব্যাঘাত দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুতর সমস্যা বয়ে আনতে পারে।

পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বলা যায় দেশটি দ্রুত শ্রীলঙ্কা হওয়ার দিকে এগোচ্ছে। পাকিস্তানের মুদ্রাস্ফীতি বর্তমানে আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষ সামান্য রুটি পেতে রীতিমতো লড়াই করছেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ভান্ডারও কার্যত তলানিতে এসে ঠেকেছে।

পাকিস্তানের সরকারি কর্মচারীরাও ঠিক মতো বেতন পাচ্ছেন না। অন্যদিকে জিনিসপত্রের দামও আকাশ ছুঁয়েছে। মুরগীর কেজি প্রায় ৭০০ টাকা হয়ে গেছে। পাশাপাশি নাগালের বাইরে চলে গেছে আটা ও চিনির দামও। ফলে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সূত্র: রয়টার্স, ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,অর্থনীতি,ডলার,আটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close