reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২৪

বায়ুদূষণের তালিকায় ঢাকা দ্বিতীয়

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ। বৃহস্পতিবার সকাল ৭টা ৪১ মিনিটের দিকে ১৯০ স্কোর নিয়ে রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসার বাইরে গিয়ে ব্যায়াম করা যাবে না। দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন বিশ্বের বায়ুদূষণের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ, যার স্কোর ৩২৫। ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাররাইনের মানামা এবং পঞ্চম অবস্থানে থাকা মিসরের কায়রো সিটি, যার স্কোর ১৫৩।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close