অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৪
দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়
বিশ্বে দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণ। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ।
বৃহস্পতিবার শহরটির বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আর বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন বাতাসের অবস্থা আরো ভয়াবহ!
এদিন সকাল ৮টা ১৭ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, যা অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত। এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। এরপর ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে ১৬৩ স্কোর নিয়ে। আবার পাকিস্তানের আরেক শহর করাচি ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন