‘জংলি’ সিনেমায় সিয়ামের সঙ্গে দীঘি
এলো নতুন খবর। ‘জংলি’ সিনেমায় শুধু শবনম বুবলী না, প্রার্থনা ফারদিন দীঘিও থাকছেন সিয়াম আহমেদের বিপরীতে।
নির্মাতা এম রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, দীঘিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ সিনেমায়। সিয়ামের বিপরীতে অভিনয় করছে দীঘি। ছবিটির জন্য সে অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরি করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক-সমালোচকরা মনে রাখবেন।
অন্যদিকে দীঘি বলেন, এ ছবির গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে। আপাতত চরিত্রটি নিয়ে কিছু বলতে চাই না। এটুকু বলছি, এক অন্যরকম দীঘিকে দেখতে পাবেন এখানে।
‘জংলি’র গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী-দীঘি ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।