reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২৪

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বাবার সঙ্গে আফসানা মিমি

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন খ্যাতিমান শিল্পী সুবর্ণা মুস্তাফা। সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।

ফেসবুকে সুবর্ণা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফসানা মিমি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close