reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২৪

চরিত্রের সঙ্গে বিচ্ছেদ অভিনয়ের সবচেয়ে কঠিন দিক: ম্রুনাল

ভারতীয় সিনেমায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন ম্রুনাল ঠাকুর। বর্তমানে ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন ম্রুনাল। গত কয়েক মাসে তার অভিনীত কয়েকটি সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাস্ট স্টোরিস ২’, ‘মেড ইন হ্যাভেন সিজন ২’, ‘হাই নান্না’ ও ‘দ্য ফ্যামিলি স্টার’। প্রতিটি কাজেই তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা।

কিন্তু সেই অভিনয়ের সবচেয়ে কঠিন দিক কোনটি? সেটাই জানালেন ম্রুনাল।

‘সীতা রামম’ অভিনেত্রীর মতে, ছবির জন্য নিজের মধ্যে বিভিন্ন চরিত্র ধারণ করা এবং তা থেকে বেরিয়ে আসাই মূল চ্যালেঞ্জ। ম্রুনালের ভাষ্য, ‘আপনি যদি চরিত্রের সঙ্গে একাত্ম না হতে পারেন, তাহলে কাঙ্ক্ষিত ম্যাজিক ঘটবে না। কঠিন বিষয় হলো, যখন একটি ছবির কাজ শেষ করে বাড়ি ফিরি, মনে হয় হৃদয় ভেঙে গেছে! গল্পের ওই চরিত্রগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, সেগুলোর কাছে আর ফিরতে পারবো না, ভাবলে খারাপ লাগে।’

ম্রুনাল ঠাকুরের মতে, চরিত্রের সঙ্গে এই বিচ্ছেদ হৃদয় ভাঙার মতোই বেদনাদায়ক। অনেক সময় এরকম পরিস্থিতিতে বুঝে উঠতে পারি না, কী করবো! আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে যদি কারও মতো হতে চাই, সেটা সীতা মহালক্ষ্মী (সীতা রামম)। তো, আমার কাছে অভিনয় জীবনের সবচেয়ে কঠিন দিক হলো এই চরিত্র ছেড়ে বেরিয়ে আসা।’

আগামীতে ম্রুনালকে দেখা যাবে ‘পূজা মেরি জান’ ছবিতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close