reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০২৪

সৃজিতের স্ত্রী হওয়া দুর্ভাগ্যের, বললেন মিথিলা

ফাইল ছবি

কিছুদিন আগে রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছিলেন সৃজিত মুখার্জীর স্ত্রী হওয়াটা তার জন্য দুর্ভাগ্যের। এবার অভিনেত্রী জানালেন, সৃজিতের স্ত্রী হয়ে সুবিধা নেই বরং অসুবিধা আছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সৃজিতের স্ত্রী পরিচয়ের কোনো সুবিধা আছে কি না? জবাবে মিথিলা বলেন, এর কোনও সুবিধা নেই। তবে অসুবিধা রয়েছে। কারণ আমার নিজের শক্তিশালী একটা পরিচয় রয়েছে। আমাকে বাংলাদেশে সকলে চেনেন। কারণ আমি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন উন্নয়ন কর্মী, একজন গবেষণার ছাত্রী। আমার আরও বহু কাজ রয়েছে। এই বাংলায় শুধু আমাকে সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবেই দেখা হয়। অবশ্যই আমি তাকে বিয়ে করে এখানে এসেছি। কিন্তু শুধুই এই পরিচয়তেই মানুষ চিনছে, সেটা দুঃখজনক।

সম্প্রতি মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ‘ও অভাগী’ সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৃজিত,মিথিলা,অভিনেত্রী,কলকাতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close