reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৪

নির্বাচনে মৌসুমীর প্রার্থিতার গুঞ্জন উড়িয়ে দিলেন ওমর সানী

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য এখন শিল্পীরা প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অবশ্য বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, নির্বাচনে অংশ নেবেন না তিনি।

এ নির্বাচন ঘিরে আলোচনায় উঠে এসেছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগরের নাম। এই দুই তারকা একটি প্যানেল দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আর অভিনেত্রী নিপুণ নির্বাচন করবেন বললেও এখনো প্যানেলে কে কে থাকবেন, সেটি জানাননি তিনি।

এদিকে গুঞ্জন উঠেছে, ২০২৪-২৫ মেয়াদের এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার নাকি অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। চারদিকে যখন এমন নানা গুঞ্জন―তখন তা উড়িয়ে দিলেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।

এ নায়ক শিল্পী সমিতির নির্বাচনের ব্যাপারে কিছুটা বিরক্ত প্রকাশ করে বলেন, যারা প্যানেল সাজাবেন তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কেউ আমাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করবেন না। কেননা, ভালো সিনেমা দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি আমরা, এই নির্বাচনে অংশ নিয়ে হারাতে চাই না তা।

এছাড়া গুঞ্জন রয়েছে, মৌসুমীকে নিয়ে নির্বাচনী প্যানেল সাজানোর কথা। এ ব্যাপারে ওমর সানী বলেন, আমিও কিছুটা শুনেছি যে নির্বাচনে দাঁড়াবে মৌসুমী। আসলে এই তথ্যের কোনো ভিত্তি নেই। কেননা, আমাদের মেয়ে ফাইজার পড়ালেখার কারণে মৌসুমী এ বছর আমেরিকায় থাকতে হবে। বড় কথা হলো, আমার পরিবারের কারোরই এই নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই।

প্রসঙ্গত, ২০২৩-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদ পদে জয় লাভ করিছলেন চিত্রনায়িকা মৌসুমী। ২২৫ ভোট পেয়ে জিতেছিলেন এই নায়িকা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি,দ্বিবার্ষিক নির্বাচন,শিল্পী,অভিনেত্রী,মৌসুমী,ওমর সানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close