সত্য ঘটনা অবলম্বনে আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’
নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আবার ক্রস ফায়ারে নিহত হয়েছেন! ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’।
জনপ্রিয় তরুন নির্মাতা এবং প্রায় আড়াই শতাধিক নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। নিজের প্রথম সিনেমা নির্মাণের খবরটি চ্যানেল আই অনলাইনকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান ‘স্বর্ণমানব’-খ্যাত এই পরিচালক।
তিনি বলেন, থ্রিলার ও সাসপেন্স নির্ভর এ সিনেমার শুটিং হবে আগামী মে-তে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে প্রধান দুটি চরিত্রে ঢাকা ও পশ্চিমবঙ্গের দুজন থাকবেন। অন্যান্য চরিত্রগুলো করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমাটির নাম ঘোষণা দেন আবু হায়াত মাহমুদ।
পরিচালক বলেন, বাংলাদেশ থেকে অ্যাক্টর থাকবে এবং ইন্ডিয়ান থেকে অ্যাকট্রেস থাকবেন। কথাবার্তা অনেকটা চূড়ান্ত করেছি, শুটিংয়ের আগে জানাবো। এখন সিনেমার বাজার অনেক বড় হচ্ছে। দেশের বাইরে মুক্তি দিতে গেলে কাস্টিং বিষয়টি ভ্যালু ক্রিয়েট করে। সেভাবেই প্ল্যান করেছি।
প্রথম সিনেমা নির্মাণ করতে যাওয়া প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, নিজের মধ্যে ফিল্ম বানানোর জন্য ভাইব্রেশন অনুভব করছি। আড়াই’শ মতো নাটকে গল্প বলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। শুরু থেকে আমার ফিল্ম নির্মাণের ইচ্ছে ছিল। পারফেক্ট টাইমের অপেক্ষায় ছিলাম। এখন উপযুক্ত সময়। ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো কনটেন্ট, গল্পটা সঠিকভাবে বলা এবং প্রেজেন্টেশন দিতে পারলে আমার বিশ্বাস মানুষ পছন্দ করবে।
‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণে উদ্যোগ নিলেও এতে বিশেষ কোনো ব্যক্তির পোট্রে থাকছে না বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যুক্ত হবে আরও কিছু প্রডাকশন হাউজ।