reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মুনাইম বিল্লাহ’র গানে ‘আত্মার পরিচয়’

ছবি : প্রতিদিনের সংবাদ

‘প্রতিদিন আমি পাঠ করে যাই নফসের ইতিহাস/ আমার ভেতরে বহুরূপ ধরে অবিরাম যার বাস।’ মানুষের ভেতরে আরেক মানুষ, কিংবা অমানুষ; সে আমাদের নফস কিংবা আত্মা। যার প্ররোচনায় আমরা প্ররোচিত হই। ভালো-মন্দ কাজে নিজেদের সপে দেই। নফস শিরোনামে গানটির কথায় ফুটে উঠেছে মানুষের অন্তরাত্মার সেই পরিচয়। দীর্ঘ বিরতির পর গানটি নিয়ে আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ।

বাংলা নাশিদের দিকপাল গীতিকবি বিলাল হোসাইন নূরীর মুক্তা খচিত কথামালায় আর মাহফুজ বিল্লাহ শাহীর সুর ও সুপারভিশনে গানটি বাজারে আসছে শিগরিরই। এর সঙ্গীত পরিচালনায় ছিলেন পারভেজ জুয়েল।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে গানটির কথা ও সুর নিয়ে কাজ করেছেন সংশ্লিষ্ট শিল্পিরা। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরা এবং মানিকগঞ্জের বেশ কিছু দর্শনীয় স্থানে গানের ভিডিও ধারণ করা হয়। গানটির ভিজ্যুয়াল নির্মাণে ছিলেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা মাসুদ আল জাবের।

বাংলা নাশিদের ইতিহাসে এক অনন্য উপাখ্যান সৃষ্টির প্রত্যয়ে গানটি জনসম্মুখে আসছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্মার পরিচয়,মুনাইম বিল্লাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close