চিত্রনায়িকা পপির বাবা আর নেই
ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন আর নেই। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিত্রনায়ক অমিত হাসান ফেসবুকে এক পোস্টে জানান, চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন সোমবার সকাল ৬টায় প্রয়াত হন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পপির পারিবারিক সূত্রে জানা গেছে, আমির হোসেনের মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। ঢাকাই ছবির ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কারে ভূষিত হয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে। সেই সাথে নিজেকে আড়াল করে রেখেছেন। বিয়ে করে সংসারী হওয়ার গুঞ্জনও নানা সময়ে উঠেছে।