reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

বিমানবালা হয়ে আসছেন টাবু-কারিনা-কৃতি! 

টাবু-কারিনা কাপুর-কৃতি শ্যানন তিনজনই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তিনজনকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। ‘ক্রু’ নামের সিনেমায় বিমানবালার চরিত্রে দেখা যাবে এই তিন নায়িকাকে। লাল বিমানসেবিকার পোশাক পেরে ছবির ফার্স্ট লুক সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টাবু-কারিনা-কৃতি।

রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে।

ছবি দেখে অনেকে লিখেছেন, অধীর অপেক্ষায় রয়েছি।

অনেকে আবার কারিনা কাপুরের পুরনো ছবির সংলাপ ধার করে লিখেছেন, তোমার এত সুন্দর লাগার কোনও অধিকারই নেই।

রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ।

এর আগে `ভিরে দ্য ওয়েডিং' ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।

এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?

এই ছবিতে এই ৩ নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই ৩ নায়িকার পোশাক দেখেই স্পষ্ট. তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close