reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

ছেলে ‘পদ্ম’ ও নিজের জন্য দোয়া চাইলেন পরীমণি

ছবি : সংগৃহীত

ভক্তদের কাছে নিজের ও ছেলে ‘পদ্ম’র জন্য দোয়া চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। একইসঙ্গে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া ওয়েব সিনেমা ‘বুকিং’ দেখার আমন্ত্রণ জানান তিনি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরে একটি প্রসাধনী সামগ্রীর শোরুম উদ্বোধনের সময় ভক্তদের কাছে এই অনুরোধ করেন তিনি।

মানিকগঞ্জ খোন্দকার দেলোয়ার হোসেন ল’ কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠেন পরীমণি। সেখানে শত শত ভক্তদের ভিড় জমে। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ নেন। পরীমণি নিজেও একাধিক সেলফি তোলেন ভক্তদের সঙ্গে। এ সময় তার সঙ্গে পরীমণির মা হিসেবে পরিচিত পরিচালক চয়নিকা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকে চয়নিকা চৌধুরী বলেন, ‘পরীমণি আসলেই আমার মেয়ে’।

পরীমণি বলেন, আই লাভ ইউ মানিকগঞ্জ। আপনারা এতো ভালো। আমি আবারও আসবো মানিকগঞ্জে।

পরীমণি নিজের ও তার ছেলের জন্য সবার কাছে দোয়া চান। বলেন, বাবুকে নিয়ে এসেছেন। তবে এতো মানুষ দেখে ভয় পাবে বলে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতেই বসে আছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীমণি,রাজ্য,মানিকগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close