reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

মা হতে চলেছেন ইয়ামি গৌতম

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিছুদিন আগে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শুরু হয়। পরিচালক স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। সেই সময় অভিনেত্রীর পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখেই ইয়ামি ওড়না দিয়ে পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরুর হয়। অবশেষে ‘আর্টিকেল ৩৭০’ ছবির অনুষ্ঠানে এসে নিজেরাই জানালেন সুখবর।

আদিত্য বলেন, ‘এই ছবিতে আমাদের পুরো পরিবার আছে। আমার ভাই আছে। স্ত্রী ইয়ামি আছে। আছে আমাদের অনাগত সন্তান। ইয়ামি অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সিনেমার শুটিং করেছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়ামি গৌতম,বলিউড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close