অনলাইন ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৩
ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী নওশীন মাসুদ
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন মাসুদ। চেয়েছিলেন সুস্থ হয়ে দুই সন্তানের কাছে ফিরতে। তা আর হলো না। বুধবার সকালে তার মৃত্যু হয়। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছেন সহ-অভিনেতা আদনান সিদ্দিকী।
এই অভিনেত্রীর প্রয়াণে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহ-অভিনেতা আদনান সিদ্দিকী এক্স (টুইটার) মাধ্যমে লিখেছেন, ‘বিদায় আমাদের প্রিয় নওশীন মাসুদ। প্রিয় বন্ধু, ভালো মনের মানুষ। তার সঙ্গে কাটানো ক্যামেরা ও ক্যামেরার বাইরে প্রতিটা মুহূর্ত ছিল জাদুর মতো। তার স্বতঃস্ফূর্ততা ও স্টাইলের কথা আলাদা করে বলতে হয়। তোমার সঙ্গে পর্দা ভাগাভাগির স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা। শান্তিতে থাকো।’
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন