reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২৩

হাসপাতালে শুভশ্রী

হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে।

শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন শুভশ্রী। আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ দরজায় কড়া নাড়ছে রাজ-শুভশ্রীর। মূলত এ কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভশ্রীকে।

ভারতীয় একটি গণমাধ্যমে শুভশ্রী জানান, আজ অথবা আগামীকাল দ্বিতীয় সন্তানের মা হতে পারেন তিনি।

বৃহস্পতিবার সকালে শুভশ্রীর সঙ্গে তোলা সেলফি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেন, ‘ভেরি গুড মর্নিং’। ওই ছবিতে দেখা যায়, রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন নায়িকা। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে!

জানা গেছে, হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ছবিটি তুলেছিলেন রাজ-শুভশ্রী। এরপর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা দম্পতি।

২০১৮ সালের ১১ মে গাঁটছড়া বাঁধেন রাজ-শুভশ্রী। পরে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। বর্তমানে তাদের ছেলের বয়স ২ বছর ১০ মাস। সূত্র : হিন্দুস্তান টাইমস

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শুভশ্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close