reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২৪

স্কুলে ভর্তির ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ

শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী চার কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরে নেওয়া ভর্তি ফির টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

টাকা জমা দেওয়ার চালানের কপিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে ই-মেইলে (addshesecondary [email protected]) অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close