নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ
পঞ্চমবারের মতো ঢাকার নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ।
শনিবার (১১ মে) স্থানীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়টি জানা গেছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, কলেজটিতে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে।
কলেজটি উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রব মিয়া বলেন, ‘এই কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাব। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মণ্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া)-সহ অন্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’