নাজমুল ইসলাম শাকিল, পাবিপ্রবি

  ১৭ এপ্রিল, ২০২৪

পাবিপ্রবি ভিসির নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি

ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন মানুষের কাছে স্ক্যাম মেসেজ পাঠান হচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠান এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কে বা কারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইক জিমেইল একাউন্ড খুলেছে এবং সেই একাউন্টগুলো থেকে শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্নজনকে মেসেজ পাঠাচ্ছে। ওই ফ্রড বা ফেইক একাউন্টগুলো থেকে সাবধানতা অবলম্বন করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হয় । ফেইক একাউন্ট এর কিছু নমুনা হলো [email protected], [email protected] ইত্যাদি।

উল্লেখ্য, এই ফেইক বা ফ্রড একাউন্ট এর বিষয়ে ইতিমধ্যে পাবনা সদর থানায় জিডি করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবিপ্রবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close