reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২৪

কারিগরি কোর্স চালুতে আগ্রহী মাদরাসার তথ্য আহ্বান

কারিগরি কোর্স চালু করতে আগ্রহী এমপিওভুক্ত মাদরাসাগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

গত ১০ এপ্রিল স্বাক্ষরিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়। চিঠিটি সোমবার প্রকাশিত হয়।

এর আগে সারা দেশের এক হাজার মাদরাসায় কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। তারই পরিপ্রেক্ষিতে এ কোর্স চালু করতে আগ্রহী মাদরাসাগুলোকে নির্ধারিত ছকে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।

ছকে মাদ্রাসার নাম, ইআইআইএন নম্বর, এমপিও কোড, ঠিকানা, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-কর্মচারীর সংখ্যা ইত্যাদি তথ্য চাওয়া হয়েছে।

এসব মাদরাসায় শিক্ষার্থী কমপক্ষে ২০০ জন, ভবন কমপক্ষে দুটি, শ্রেণিকক্ষের সংখ্যা কমপক্ষে ১০টি, বিগত ৩ বছরের দাখিল পরীক্ষার কমপক্ষে ৪০ জনের সন্তোষজনক ফল, এমপিওভুক্তি থেকে কমপক্ষে ৩ বছর বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার কমপক্ষে তিনটি হতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারিগরি কোর্স,ক্যাম্পাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close