নজরুল ইসলাম জিসান, ইবি প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে

ছবি : প্রতিদিনের সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। আবেদন আগামী ১৩ এপ্রিল শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বুধবার (৩ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ছাত্র-ছাত্রী ২০২২ ও ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লিখিত যোগ্যতা আছে তারা এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। ভর্তি ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গঈছ পদ্ধতিতে জিপিএ-৪০ সহ সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা হবে।

‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো, ধর্মতত্ত্ব অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

আবেদন ও ভর্তির যোগ্যতা বিষয়ক নির্দেশিকা ও অন্যান্য তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েটসাইটে (www.iu.ac.bd.com) জানা যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভর্তি পরীক্ষা,‘ডি’ ইউনিট,ইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close