reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০২৪

দুর্গাপুরে এসএসসি ২০০০ ব্যাচ এর পুনর্মিলনী

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোণা দুর্গাপুরের মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের রফিক, আজিম, ইউনুস, তোফাজ্জল, লেলিন, শাহিন,হারুনসহ আরও কয়েক জনের উদ্যোগে দুর্গাপুরের এমকেসিএমসহ উল্লেখ্যযোগ্য কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ এর ৫০ জন বন্ধমহল নিয়ে দুই যোগ পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকল বন্ধুরা মিলে র‌্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। র‌্যালি দুর্গাপুর বাজার হয়ে দুর্গাপুর ইউনিয়নের ফান্দা ভেলি পাহাড়ে শেষ হয়।

সারাদিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে হাডুডু, ফুটবল, ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলা ও আকর্ষনী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১ম পুরস্কার দেয়া হয় মোবাইল ফোন এবং ৫ম পুরস্কার হিসাবে লগোসংযুক্ত মগ সকল বন্ধদের মাঝে বিতরণ করা হয়।

বন্ধুদের আনন্দ উপভোগ করেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও আমাদের সুপরিচিত বন্ধু শিপার ভূইয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএসসি ২০০০
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close