রাবি প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবিতে প্রতীকী অনশন 

গাজায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে অনশন করেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা।

গাজায় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে তারা এ অনশন করেন। এ সময় তারা ‘স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।

অনশনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বলেন, ‘ইসরাইল গাজায় যে আগ্রাসন ও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তার প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সেখানে যে খাদ্য ও মানবিক সংকট তৈরি হয়েছে তার সুষ্ঠু সমাধান দাবি করছি। তাদের খাদ্য আসতে দখলদারদের বাধার সম্মুখীন যেনো না হয়; সেই দাবিতে আমাদের এই অনশন। গাজাবাসী তাদের ন্যূনতম মানবিক অধিকারটুকু ফিরে পাবে বলে আমাদের প্রত্যাশা।’

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘সারাবিশ্ব থেকে নিজ নিজ জায়গা থেকে অল্প অল্প প্রতিবাদ আসতে থাকলে একসময় অনেক বড় হবে। আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এখানে বসেছি। আশা করি অনেকেই এভাবে প্রতিবাদ জানাবে।’

অনশনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা তো সরাসরি গাজাবাসীর জন্য কিছু করতে পারবো না, তবে মানবিক বিবেচনায় আমাদের এই অনশন কর্মসূচির মাধ্যমে একটু হলেও অসহায় গাজাবাসীর জন্য সহমর্মিতা জানানো হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,রাজশাহী বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close