reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

জাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এ ইউনিট) ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে ছাত্রছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়।

গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে ৬ শিফটে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটে ছাত্রদের আসন ২২৩টি এবং সমসংখ্যক ছাত্রীদের আসনের বিপরীতে ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি ‘এ’ ইউনিট,ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close