বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাণ্ড

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

বশেমুরবিপ্রবি একাডেমিক ভবনের সামনে বৃহস্পতিবার দুপুরে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন। ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

ক্যাম্পাসে ক্রিয়াশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করে। এতে বশেমুরবিপ্রবির বামপন্থী সংগঠন, ছাত্র অধিকার পরিষদ ও সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর একাধিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা রিহাদ মাহমুদ বলেন, ‘সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এক নারীকে ধর্ষণের প্রতিবাদে দেয়ালে গ্রাফিতি আকার দায়ে দুই শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন নেতাকে বহিষ্কার করা হয়েছে। যেখানে একটি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণবিরোধী আন্দোলন হচ্ছে, যেখানে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, সেই ধর্ষকদের আশ্রয় দেওয়ার জন্য প্রশাসন এই বহিষ্কারাদেশ দিয়েছে।’

ছাত্র অধিকার পরিষদ নেতা মোহাম্মদ আলী তোহা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ধর্ষণের সঙ্গে জড়িত, তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তারা মেয়াদ শেষ হয়ে যাবার পরও দীর্ঘদিন ধরে হল দখল করে ক্যাম্পাসেই অবস্থান করছিলেন। তাদের দ্বারা শিক্ষার্থীরা প্রায়ই নানা ধরনের নির্যাতনসহ ধর্ষণের স্বীকার হন। তাদের বিচার হয় না। কিন্তু যারা বিচার চায় তাদের বিরুদ্ধেই নানাবিধ চাপ আসে। অনুরুপভাবে বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে ধর্ষণ বিরোধী গ্রাফিতি অঙ্কনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

গণতন্ত্র ছাত্র মঞ্চের নেতা নিঘাত রৌদ্র বলেন, ‘এই ফ্যাসিবাদী দুঃশাসন আমাদের কী পরিমাণ নিপীড়িত, নির্যাতিত করে রেখেছে, তা নতুন করে বলার কিছু নেই।’

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় ছাত্র ইউনিয়ন সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বশেমুরবিপ্রবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close