মাভাবিপ্রবি প্রতিনিধি
মাভাবিপ্রবি তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির নেতৃত্বে বজলুর-জাহিদুল
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ ভোট অনুষ্ঠিত হয়। সংগঠনটির অন্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সহ-সভাপতি হযরত আলী ও রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক উজির আলী, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. মালেক মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক দুলাল সরকার, ধর্মবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার, নারীবিষয়ক সম্পাদক সায়মা আক্তার শর্মী এবং সদস্য এস, এম, মাহফুজুর রহমান, মো. শাহাদৎ হোসেন।
মাকসুদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
পিডিএস/আরডি